বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটির ইফতার শনিবার রিয়াদের সুলতানা এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ মহানগর শাখার ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী মো. আজহার উদ্দিন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসান।
রিয়াদ মহানগর কমিটির সভাপতি এটিএম জিয়াউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ (আওয়ামীলীগ)এর ভারপ্রাপ্ত সভাপতি ড.রেজাউল করিম মিলন, সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আব্দুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা.শহ আলম, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভুঁঞা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা) শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সিগনেটরি ইঞ্জি. গোফরান আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আফজাল হোসেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ (ইংরেজি শাখা) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. শেখ মো. এহসানুল হক, ডা.সাহাব উদ্দিন, ডা.মনোজ কুমার দত্ত, অধ্যক্ষ বজলুর রশিদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আমিনুল হক ভূঞা, রিয়াদ মহানগর যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক সাহিদ ফারুক মাতবর, রিয়াদ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কৃষিবিদ শামীম আবেদীন, সহ সভাপতি ডা. সারোয়ার সাচ্চু, সহ সভাপতি ইঞ্জি. কাউসার আহমেদ, ইঞ্জিঃ কামরুজ্জামান সহ সভাপতি প্রফেসর খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক মুশতাক আহমেদ মন্ডল, যুগ্ন-সম্পাদক মো. আরিফ রহমান কুদ্দুস, যুগ্ন সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুস সালাম মুন্সি, ইঞ্জি. কবির হোসেন, সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, রিয়াদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, অর্থ সম্পাদক মুশাররফ হোসেন, মিঠু মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক সরকার মোহাম্মদ রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
এসময় রিয়াদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ”শ্যাডো”, ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উপদেষ্টা এবং সদস্য আবিদুর রহমান, মসীহ সিরাজ, আরিফুর রহমান টিটু, মীর্জা কামাল, কামরুজ্জামান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিচালক ও নাট্য নির্দেশক সারোয়ার হাজান সিদ্দিকী, আরিফুর রহমান টিটু, রাশেদ আল করিম সজীব, মীর্জা কামাল, নাঈম রহমানসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দসহ নানা শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।