মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

জাতীয়

image_166081.gun battleমাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মাগুরা-নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উজ্জ্বল (৩২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন পুলিশ সদস্য। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মমতাজ মজিদ রাইজিংবিডিকে জানান, নিহত উজ্জ্বলকে মাগুরা সদর হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত অবস্থায় পুলিশ কনস্টেবল একরামুল (৩৫), রফিকুল (৫৪) ও নওশের আলীকে (৫৬) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় রাইজিংবিডিকে জানান, রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মাগুরা-নড়াইল সড়কে টহলরত পুলিশ সদস্যরা মান্দারতলা এলাকায় গেলে কুয়াশার মধ্যে ডাকাতরা গাছ কেটে রাস্তায় ফেলে পুলিশের গাড়ি আটকায়। এ সময় পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে উজ্জ্বল হোসেন নামে এক ডাকাত সদস্য আহত হন। এ সময় গ্রামবাসী ধাওয়া করলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। আহত উজ্জ্বলকে উদ্ধার করে সোমবার ভোরে দ্রুত মাগুরা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজ্জ্বল ওই এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ও ইতিপূর্বে ওই এলাকায় একাধিক ডাকাতি ও ডাকাতির সময়ে খুনের মামলার আসামি বলে তিনি জানান। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, মাগুরা-নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় প্রায়ই সড়কে গাছ ফেলে ডাকাতি করে আসছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। ইতিপূর্বে এখানে ডাকাতির সময় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী ও যাত্রীকে খুন করে সর্বস্ব কেড়ে নিয়েছে ডাকাতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *