কায়সারের বিরুদ্ধে যত অভিযোগ

টপ নিউজ

60-1419230252মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

 রায় ঘোষণার আগে একনজরে দেখে নেওয়া যাক মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে আনা ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী সব অভিযোগ-

 ১ নম্বর অভিযোগ : ১৯৭১ সালের ২৭ এপ্রিল শাহজাহান চেয়ারম্যানকে হত্যা, নায়েব আলীকে জখম ও বাড়িতে হামলা, লুটপাট।

২ নম্বর অভিযোগ : একই দিন মাধবপুর বাজারের পশ্চিম পাশে ও কটিয়ারায় লুটপাট ও অগ্নিসংযোগ।

৩ নম্বর অভিযোগ : ২৭ এপ্রিল কৃষ্ণনগর গ্রামের অহিদ পাঠানসহ চারজনকে হত্যা, লুটপাট।

৪ নম্বর অভিযোগ : ২৮ এপ্রিল আব্দুস সাত্তারসহ ১৫ জনকে হত্যা, কদর আলীকে নির্যাতন ও ঘরবাড়ি লুটপাট।

৫ নম্বর অভিযোগ : ২৯ এপ্রিল আব্দুল আজিজসহ সাতজনকে নির্যাতন করে হত্যা।

৬ নম্বর অভিযোগ : ২৯ এপ্রিল ডা. সালেহ উদ্দিন আহমেদসহ দুইজনকে নির্যাতন করে হত্যা।

৭ নম্বর অভিযোগ : ৩০ এপ্রিল এন এন এ মোস্তফা আলীর বাড়িসহ ৪০/৪৫ বাড়িতে লুটপাট।

৮ নম্বর অভিযোগ : ১১ মে সাওতাল রমণীকে ধর্ষণে সহায়তা।

৯ নম্বর অভিযোগ : ১৫ মে মাধবপুর থানার লোহাইদ এলাকায় আব্দুল আজিজসহ আটজনকে হত্যা।

১০ নম্বর অভিযোগ : ১৩ জুন হবিগঞ্জের সদর থানায় শাহ ফিরোজ আলীকে অপহরণ করে হত্যা।

১১ নম্বর অভিযোগ : ২৩ জুন হরিপুর থানার গোলাম রসুল ও তার পরিবারকে নির্যাতনসহ অনেককে অপহরণ পরে লুটপাট।

১২ নম্বর অভিযোগ : একই দিন গুটমা থানার দয়াল গোবিন্দের বাড়িতে হামলা ও লুটপাট।

১৩ নম্বর অভিযোগ : ২৩ জুন নাসিরনগর থানার ছায়েদুল হকের বাড়িতে হামলা ও লুটপাট।

১৪ নম্বর অভিযোগ : আগস্টের মাঝামাঝি সময়ে আতাব মিয়াগংদের অপহরণ ও মাজেদাকে ধর্ষণ।

১৫ নম্বর অভিযোগ : ১৮ আগস্ট মহিবুল্লাহসহ চারজনকে অপহরণ করে হত্যা।

১৬ নম্বর অভিযোগ : ২৯ সেপ্টেম্বর মাধবপুর থানায় সিরাজ আলীসহ চারজনকে অপহরণ করে হত্যা।

১৭ নম্বর অভিযোগ : অক্টোবরে নাজিম উদ্দিনকে অপহরণ করে হত্যা।

১৮ নম্বর অভিযোগ : ১৫ নভেম্বর ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জের বিভিন্ন গ্রামে হামলা, লুটপাট, অগ্নিসংযোগসহ ১০৮ জনকে হত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *