ক্রীড়া প্রতিবেদক: অবশিষ্ট ২৩ বলে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পেরেছে ২১ রান, হারিয়েছে ১ উইকেট। বৃষ্টির পর ভালো বোলিং করেও খুব একটা কাজে আসেনি বাংলাদেশের। বৃষ্টির আগে বোলিংটা যে হয়েছে খুবই বাজে। বৃষ্টিবাধায় ২৪ ওভারে নেমে আসা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৫২। বৃষ্টিআইনে বাংলাদেশের লক্ষ্যটা দাঁড়িয়েছে ২১০ রান। ওভারপ্রতি করতে হবে ৮.৭৫ রান।
ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুরু ভালো হয়নি বাংলাদেশের। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। খেলা বন্ধ থাকে ৪ ঘণ্টার বেশি সময়। বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৪ ওভারে।
বৃষ্টির আগে কোনো উইকেট হারায়নি ক্যারিবীয়রা। ২৪ ওভারের ম্যাচে সুবিধাটা ওয়েস্ট ইন্ডিজই পেয়েছে। যেহেতু প্রথম ওভার ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারের ম্যাচ মনে করে রান তুলেছে, বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস যে রানেই থামুক না কেন, বাংলাদেশের লক্ষ্যটা এ কারণেই ২১০।
টসে জিতে বোলিং নিয়ে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর সুনীল আমব্রিসের ব্যাটিংয়ে বেশ দিশেহারা বাংলাদেশ। বৃষ্টি নামার আগে হোপ ৬৮ ও আমব্রিস ৫৯ রানে অপরাজিত ছিলেন। মিরাজের বলে মোসাদ্দেক হোসেনের দারুণ ক্যাচ হয়ে হোপ আউট হয়েছেন ৭৪ রান। আমব্রিস অপরাজিত ছিলেন ৬৯ রানে।