কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় ডলি আক্তার (৩৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডলি আক্তার জেলার দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের মৃত সাহেব আলীর মেয়ে।
সূত্র জানায়, ডলি সকালে কাঁচা বাজার করতে কোম্পানীগঞ্জ বাজারে এসেছিলেন। এ সময় পেছন থেকে একটি সিএনজি চালিত আটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও দুইজন পথচারী আহত হন।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, নারী নিহতের বিষয়টি শুনেছি। স্বজনরা লাশ নিয়ে গেছেন।