ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি ছোট প্লেন বিধ্বস্থ হয়ে নিহত হয়েছেন অন্তত ৪ জন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৩ মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন বৃটিশ ও ১ জন দক্ষিণ আফ্রিকার নাগরিক। এ খবর নিশ্চিত করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে। তারা রাডার ও বিমানবন্দরের অবতরণ পদ্ধতি যাচাই করে দেখবে। স্থানীয় মিডিয়ার দেয়া তথ্যমতে প্লেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিধ্বস্থ হয়। নিহতদের একজন পাইলট ও একজন সহকারী পাইলট। বাকি দুজন যাত্রী। এ ঘটনার ফলে প্রায় ৪৫ মিনিট দুবাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। উল্লেখ্য, এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর।