ঢাকা: নিম্নমানের পণ্য হিসাবে চিহ্নিত ৫২টি খাদ্যপণ্যের মধ্যে আরও দুটি পণ্যের উৎপাদক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। পাশাপাশি ২৫টি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই হিসেবে, নিম্নমানের ৫২ পণ্যের মধ্যে ১১টি পণ্যের উৎপাদক নয়টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং ৪৫টির লাইসেন্স স্থগিত করা হল। বুধবারই বাকি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল। বৃহস্পতিবার চট্টগ্রামের এস এস কনজ্যুমার প্রোডাক্টের ‘পিওর হাটহাজারী’ ব্র্যান্ডের মরিচের গুড়াঁ এবং নওগাঁর কিরণ ট্রেডার্সের ‘কিরণ’ ব্র্যান্ডের লাচ্ছা সেমাইয়ের লাইসেন্সও বাতিলের ঘোষণা দেয় মান নিয়ন্ত্রণকারী সংস্থাটি।