ঢাকা: চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্বিচারে হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারকে চীনা রাষ্ট্রদূতকে তলব করার আহ্বান জানিয়েছেন ভয়েস অব লইয়ার্স অফ দ্যা বাংলাদেশ নামে একটি সংগঠন। সেই সঙ্গে পিযুস বন্দপাধ্যায় সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় তাকে অনতিবিলম্বে আটক করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রঙ্গনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা একথা বলেন। অন্যথায় তারা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চীনা এ্যাম্বাসী ঘেড়াও করার হুশিয়ারি দেন। আইনজীবীদের এই আন্দোলনে একাত্ততা প্রকাশ করে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি
আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ বলেন, উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপরে চীনের প্রশাসন নির্বিচারে হামলা চালাচ্ছে। রোজা রাখার বিধি নিষেধ আরোপ করা হয়েছে। চীনের সঙ্গে আমাদের ব্যাবসায়িক সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশ সরকারের উচিত চীনের রাষ্ট্রদূতকে তলব করে হামলা বন্ধ করার আহ্বান জানানো।
এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী শাহ আহমেদ, মজিবর রহমান, সাইফুর রহমান, কামরুল ইসলাম, মো.মুজাহিদুল ইসলাম, মোস্তফা তাজ প্রমুখ।