শেষ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান জাভি

খেলা

america_Jahangir_University__885645777আগের মতো কিছুই নেই এখন। মাঠের বদলে তাই সাইড বেঞ্চেই অনেকটা সময় কাটে জাবির। নতুন তারাদের জায়গা করে দিতে অভিজ্ঞ জাভি মিস করেন একাদশ। তাতেও কিছু আসে যায় না তার। কারণ, তিনি বার্সেলোনাতেই আছেন। এই মৌসুমে ক্লাব ছাড়ার একটা কথা উঠেছিল। অনেক দূর এগিয়েছিল বিষয়টা। শেষ পর্যন্ত সারাটা জীবন যে দলে খেলেছেন ভালোবাসার সেই বার্সাতেই রয়ে গেছেন জাভি। আর এখনও তাঁর বিশ্বাস, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
৩৪ বছরের সুপারস্টার শুনেছেন তাঁর কোচ লুই এনরিকের কথা। তাকে দরকার বার্সার। তাই রয়ে গেছেন কাতালান দলে। ১৯৯৮ থেকে এখন পর্যন্ত এই ক্লাবে ৪৮৭ ম্যাচ খেলেছেন। তাহলে অন্য কোথাও গিয়ে কি মন মজে জাভির? “বার্সেলোনার জন্য আমি পাগল। মাদ্রিদে গিয়ে আমি সুখী হতাম না। আমি বার্সেলোনার ছেলে, এটাই সত্য। যে বার্সেলোনায় থাকতে চেয়েছি, সেই দলেই আছি। নিজেকে ভাগ্যবান মানি। ফুটবল আমার জীবন। বার্সা না ছাড়াই সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমি বার্সেলোনা ছাড়তে চাই না।”
এরপর এসেছে অবসর নেবার প্রসঙ্গ। সেই প্রশ্নে জাভির জবাব, “এখানে থেকেই শেষ করতে চাই। নতুনদের জায়গা দিতে সাইড বেঞ্চে বসে থাকতেও আমি রাজি। শেষ পর্যন্ত এখানে থাকতে চাই। অবসর নেবার পর হয়তো স্পোটর্স ডিরেকটর, কোচ, ছোটদের ট্রেনার এমন কিছুই বেছে নেব। আসলে ফুটবলকে জড়িয়েই থাকব। ফুটবলকে পিঠ দেখাতে রাজি না আমি।”
কথোপকথনে উঠে আসে পেপ গার্দিওলার জামানার কথা। বিশ্বের অন্যতম সফল এই কোচ বার্সাকে স্বপ্নের ফুটবল খেলিয়েছেন। তিনি এখন নেই। স্প্যানিয়ার্ড জাভিও মানেন, গার্দিওলার সময়কার মতো সময় আর হয়তো আসবে না বার্সেলোনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *