রাজবাড়ীর কালুখালীতে ডাকাতের গুলিতে শফি মণ্ডল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হয়েছেন। উপজেলার বোয়ালিয়া আমবাড়িয়া গ্রামে সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা শাহাবুদ্দিনের বাড়িতে প্রবেশ করলে গ্রামবাসী চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়লে শফি মণ্ডল নিহত ও সাতজন আহত হন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালুখালী থানার ওসি নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
