রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১১১ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে টেস্ট রিলিফের (টিআর) নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মো.ইকবাল হোসেন সবুজ।
এসময় আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দোলোয়ার হুসেন, শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো.আবুল কালাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফর নাহার মেজবাহ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার বাদল, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল বাতেন সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, ২০১৮-১৯ অর্থ বছরে সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণের ‘টেস্ট রিলিফ’ ৮৭ লাখ ৩৪ হাজার টাকা উপজেলার ১১১ টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।
পিআইও একেএম মোহিতুল ইসলাম বলেন, টেস্ট রিলিফের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আওতায় এসব টাকা বিতরণ করা হয়।