প্রথমবারের মতো একটি দ্বৈতগানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শান এবং বাংলাদেশের আলোচিত নারীকণ্ঠ পড়শি। তবে কোন অ্যালবামের জন্য নয়, একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। ছবির নাম মেন্টাল। এটি পরিচালনা করছেন শামিম আহমেদ রনি। সম্প্রতি দ্বৈত গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মুম্বাইর এসবি স্টুডিওতে। গানটির কথা লিখেছেন কলকাতার ব্যস্ততম গীতিকার প্রসেন। আর সুর-সংগীতায়োজন করেছেন প্রসেনজিত ডাব্বু ঘোষাল। এ ছবিতে গান গাওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন পড়শি।
এখানে তাঁকে শিল্পী পড়শি হিসেবেই দেখা যাবে। এদিকে ছবিতে আরো অভিনয় করছেন শাকিব খান, নুসরাত ইমরোজ তিশা, আঁচল, মিশা সওদাগর প্রমুখ। খুব শিগগিরই ছবির শুটিংয়েও অংশ নেবেন পড়শি। মেন্টাল ছবির মাধ্যমে শানের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে পড়শি বলেন, শানজি আমার প্রিয় একজন শিল্পী। ছোটবেলা থেকেই তাঁর গানগুলো শোনা হয়েছে। তাঁর অনেক হিট-সুপারহিট গান রয়েছে বলিউড ছবিতে।
এবার তাঁর মতো বড়মাপের শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো গান গেয়ে অনেক ভালো লাগছে। সুন্দর কথা-সুরের একটি গান এটি। আশা করছি ভালো লাগবে সবার।
শান বলেন, আমি বাংলাদেশের ছবিতে আগেও গেয়েছি। তবে এ ছবির গানটির সুর-সংগীত অনেক আলাদা ছিল। গাইতে ভাল লেগেছে। গানটিতে পড়শি কণ্ঠ দিয়েছে আমার সঙ্গে। ওর গান আমি আগে শুনেছি। ছোট্ট একটি মেয়ে হলেও অনেক ভালো গায় সে। আশা করছি আমাদের গানটি শ্রোতাদের ভালো লাগবে।