পর্দা উঠল ব্রাজিল বিশ্বকাপের

Slider খেলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

2c282cb4af77a87d0f8bac123a67f837-WC
গ্রাম বাংলা ডেস্ক: সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় জমাকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ফুটবল মহাযজ্ঞের১১ জুলাই ২০১০ থেকে ১২ জুলাই ২০১৪—চার-চারটি বছরের অপেক্ষা শেষে আবারও পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র। আবারও বিশ্ব মেতে উঠল ফুটবল রোমাঞ্চে। আর এই রোমাঞ্চের কেন্দ্রবিন্দু এখন সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনা। জমাকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ফুটবল মহাযজ্ঞের।

ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ মাঠে বসেই দেখছেন প্রায় ৬৮ হাজার দর্শক। আর টেলিভিশন দেখছেন কত দর্শক—তা এ মুহূর্তে বলা কঠিন। তবে ফিফার গবেষণা বলছে, টিভি দর্শকের পরিসংখ্যান পেছনের সব রেকর্ড ভেঙে যাবে এবার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি প্রতি মিনিটে টেলিভিশন দেখেছিলেন প্রায় ৯০ কোটি দর্শক।
আজ অবশ্য করিন্থিয়ানস অ্যারেনার রং হয়ে গেছে ব্রাজিলের চিরায়ত হলুদ। ফুটবলের তীর্থভূমিতে ৬৪ বছর পরে ফিরছে বিশ্বকাপ। তাকে স্বাগত জানাতে হলুদের ঢেউ উঠেছে অ্যারেনা করিন্থিয়ানসে। ম্যাচ শুরু হবে বাংলাদেশের সময়ে রাত দুটোয়। তার আগে চলছে জমকালো, বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *