জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাগুরায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আজ রবিবার বিকেলে মাগুরা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জানুয়ারি ২০১৫ তারিখে তারেক জিয়াকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আশরাফ হোসেন লিটন জানান, দায়েরকৃত মামলায় বাদী উল্লেখ করেছেন যে গত ১৫-১২-১৪ ইং তারিখে দুশ্চরিত্র, মাতাল, অসৎ, নৈরাজ্য সৃষ্টিকারী, মিথ্যাবাদী অসভ্য প্রকৃতির লোক তারেক রহমান পূর্ব লন্ডনের এক অনুষ্ঠানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে মন্তব্য করেছেন। এতে জাতি ক্ষুব্ধ, লজ্জিত ও অসম্মানিত হয়েছে। যে মহামানবের জন্ম না হলে বিশ্বের দরবারে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পেত না। সেই মহান ব্যক্তিকে নিয়ে এ ধরনের মন্তব্য করায় বিশ্বের দরবারে বাঙালি জাতি আজ
প্রশ্নের সম্মুখীন। এতে করে দেশে নৈরাজ্য সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতিসহ চরম বিক্ষোভের সৃষ্টি হতে পারে। এ ধরনের মন্তব্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। এ কারণে বঙ্গবন্ধুর অপূরণীয় ক্ষতি হয়েছে। মামলার বাদী বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে তাঁর সম্মানেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।
তিনি আরো জানান, আদালতের বিজ্ঞ বিচারক ইয়াসমিন বেগম মামলাটি আমলে নিয়ে তারেক রহমানকে আগামী ২৫ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ সারথী বিশ্বাস, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তাসহ ছয়জনকে।