গাজীপুর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে আটক হয়েছেন দৈনিক প্রথম ভোর পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মোজাহিদ।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর দায়ের করা মামলায় তাকে আটক করে পুলিশ।
আটককৃতের পিতার নাম জজ মিয়া। বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথমভোর পত্রিকার স্থানীয় প্রতিনিধি বলে জানা গেছে।
আজ শনিবার ১১টার দিকে তাকে আটক করা হয়। তবে বেলা ২টার দিকে শ্রীপুর থানার ওসি গ্রামবাংলানিউজের স্থানীয় প্রতিনিধিকে জানান, উপজেলা ছাত্রলীগ সভাপতির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।