চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মহাসড়কের পটিয়া অংশের ইন্দ্রপুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকালে এক চালক ঐ ব্যক্তির নিথর দেহ চমেক হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক জানান ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে।
তবে কি কারণে তিনি মারা গেছেন প্রাথমিক ভাবে তা জানা যায়নি। পুলিশ কন্ট্রোল রুম জানায়, ঐ ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। মুখে ছিল দাঁড়ি এবং মুখ থেকে হালকা রক্ত বের হচ্ছিল।