গাজীপুর: দুস্থ: স্বাস্থ্য কেন্দ্র( ডিএসকে) কর্তৃক গাজীপুরে গরীব ও মেধাবী ২৪ জন শিক্ষার্থীকে দুই লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে গাজীপুর শহরের হাজীবাগ এলাকায় ডিএসকে এর আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংস্থার কার্যএলাকার ২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২ লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ হয়।
চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক গাজীপুর-১ অঞ্চল ওসমান গণী খাঁন।
শাখা ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা থন্দকার হাছিবুর রহমান, ডিএসকে’র শাখা ব্যবস্থাপক শাহিনুর বেগম,সাহেরা পারভীন, মো: আইয়ুব আলী, মোজাম্মেল হক ও মো: জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।