ঢাকা: পাসের হার বাড়লেও এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। সেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের চেয়ে এবার মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৫ জন কমেছে।
শতকরা হিসাবে গতবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ দশমিক ৪৬। এবার সেই হার ৪ দশমিক ৯৬ শতাংশ। শতকরা হিসাবে এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দশমিক ৫০ শতাংশ কম।
উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল প্রকাশ করেন।।