রাশিয়ায় বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত কমপক্ষে ৪১

Slider সারাবিশ্ব


ডেস্ক: রাশিয়ায় বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে তা একটি অগ্নিগোলকের রূপ ধারণ করে। এ ঘটনা ঘটেছে রাশিয়ার ব্যস্ততম শেরেমেতইয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীবাহী এ বিমানে এ সময় ৭৮ জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় এরোফ্লোট-এর সুখোই সুপারজেট ১০০ বিমানটি অবতরণের পর পরই তা রানওয়েতে দ্রুতগতিতে ছুটতে থাকে। এ সময় এর ফিউলেজ থেকে আগুনের শিখা বেরুতে থাকে। দ্রুত তা বিমানটিকে আগুনের গোলায় পরিণত করে।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ঘটনার সময় বিমানটি থেকে কালো ধোয়া বেরিয়ে আকাশকে আচ্ছন্ন করে ফেলে। আগুনে জ্বলতে থাকা বিমান থেকে যাত্রীদের লাফিয়ে নেমে দৌড়াতে দেখা যায়। এ নিয়ে তদন্তকারীরা বলছেন, ওই বিমানে ক্রুসহ ৭৮ জন আরোহী ছিলেন। এটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মারনানস্কে যাচ্ছিল। এখন পর্যন্ত জানা গেছে বিমানের ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *