যানজটের নগরী গাজীপুর!

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী


আকরাম হোসোন: এই ভোগান্তির শেষ কোথায়। প্রতিযোগিতার মাধ্যমে শহরে বাড়ছে ইজিবাইক, অটোরিকশা, সি এন জি,লেগুনা। এই সকল যানবাহন দেশের বিভিন্ন শহরে অবৈধ হলেও গাজীপুরে অবৈধ বলাটা যুক্তিযুক্ত নয় বলেই বিবেচিত। কারন এ সকল যানবাহন থেকে চাঁদা নিতে দেখা যায় এক শ্রেণির মানুষের। যানবাহনের চালককে জিগ্যেস করলে চাঁদা কে নিচ্ছে কেন নিচ্ছে বলতে অপারগতা প্রকাশ করে।

রাস্তার পাশে ফুটপাতের উপরে গরে উঠেছে অসংখ্য দোকান। এ সকল দোকান থেকেও চাঁদা উত্তলন করা হয় বলেই জানা যায়।

এ ছাড়াও গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিং এ দিনের অধিকাংশ সময়ই রেল আসা-যাওয়া করে এবং এটাই যানজটের সবচেয়ে বড় কারন হিসাবে চিন্তিত করা যেতে পারে।

এছাড়াও বাসস্ট্যান্ড,সি এন জি স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ড শহরের মধ্যে থাকায় জয়দেবপুর যানজটের নগরীতে পরিনত হয়েছে।

এখন নীতিনির্ধারক মহলের দিকে সাধারণ মানুষের দৃষ্টি কবে পাবে তাদের যানজট মুক্ত নগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *