টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের বিশ্বসেরা স্মার্টফোন আইফোন সিক্স বাজারে এনেছে। ফলে ক্রেতাদের চাহিদাও প্রচুর বেড়েছে। আর এ চাহিদা পূরণ করতেও দেরি করছে না অ্যাপল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
অ্যাপলের আগের মডেলগুলোর ক্ষেত্রে দেখা যেত যে, অর্ডারমাফিক পণ্য সরবরাহ করতে সক্ষম হতো না অ্যাপল। ফলে অর্ডার দেওয়ার পরে বেশ কয়েক দিন অপেক্ষা করতে হতো ক্রেতাদের।
সম্প্রতি এ অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ক্রেতাদের অর্ডারের পর এক কার্যদিবসের মধ্যেই অধিকাংশ পণ্য সরবরাহ করতে পারছে অ্যাপল।
এ মুহূর্তে সবচেয়ে বেশি সময় লাগছে আইফোনর ১২৮ জিবি মডেলটি। অর্ডার দেওয়ার পর এটি পেতে এখন ৩-৭ কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
অ্যাপল বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় এক কোটি আইফোন সিক্স ও সিক্স প্লাস বাজারজাত করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি পূর্বাভাষ দিয়েছে যে, এ প্রান্তিকে সাত কোটি আইফোন বিক্রি করতে পারে। গত প্রান্তিকে অ্যাপল পাঁচ কোটি ১০ লাখ আইফোন বিক্রি করে।