চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়ে মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন দাখিলের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে‘র আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
সালমানের মা নীলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি করবেন বলে রোববার আদালতে সময়ের আবেদন করেন।
মামলার বাদী সালমান শাহের বাবা কমরউদ্দিন চৌধুরী মারা যাওয়ায় প্রতিবেদনটির বিরুদ্ধে নারাজি দিতে এ আবেদন করেন তার মা নীলুফার চৌধুরী।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেছিলেন তার বাবা কমরউদ্দিন চৌধুরী। পরে সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তার বাবা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়।
গত ৩ আগস্ট তদন্ত প্রতিবেদন তদন্ত কমিটি। এই কমিটি সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।