কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ আল পায়েল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে বিজিবি দাবি করেছে। শুক্রবার জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল পায়েল জেলার সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় বিজিবি’ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
উল্লেখ্য, এর আগে ২৩ এপ্রিল ওই সীমান্ত এলাকায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক চোরাকারবারী নিহত হয়েছিল।