‘এখনো অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূল অতিক্রম করছে ফণী’

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


ঢাকা: ঘূর্ণিঝড় ফণী এখনো অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক আয়েশা খাতুন।
সকাল সাড়ে এগারোটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী ফোর মুনে হচ্ছে। এখনো অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূল অতিক্রম করছে। এবং এটা উপকূল যখন অতিক্রম করবে একই সঙ্গে তার তীব্রতা সঙ্গে সঙ্গে কমে যাবে না। এটা কমে যেতে কিছুটা সময় লাগবে।

ঘূর্ণিঝড়ে সারাদেশে কেমন প্রভাব থাকতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, খুলনা এবং দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এর প্রভাবটা থাকবে বেশি। সারাদেশেই থাকবে কিন্তু ওই অঞ্চলগুলোতে একটু বেশি থাকবে। সে ক্ষেত্রে কাঁচাবাড়ি ঘর কিছু ভেঙে যেতে পারে, গাছাপালা ও ফসলের কিছু ক্ষতি পারে।

বৃষ্টিপাতের ব্যপারে তিনি বলেন, আজ এবং আগামীকাল কোথাও মাঝারি বৃষ্টিপাত, কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভবনা আছে।
বাংলাদেশে যখন আঘাত হানবে, সেটা সবোচ্চ গুরুত্ব দিয়ে মনিটর করছি। এটা কমবে কি বাড়বে বা কি অবস্থায় থাকবে সেটা আমরা টাইম টু টাইম সবাইকে জানিয়ে দিব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *