আঘাত হেনেছে ফণী, বিধ্বস্ত ওড়িশা

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি ফুলজান বিবির বাংলা


ঢাকা: বিধ্বংসী রূপে ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্নিঝড় ফণী। আবহাওয়া অফিসের ধারণার পূর্বেই আজ সকাল ৮ টায় ওড়িশা উপকূলে আছড়ে পরে ঝড়টি। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি স্থলে পৌঁছায় সকাল সাড়ে ৮টায়।

এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার। অভ্যন্তরে কখনো বেড়ে তা ১৯৫ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাচ্ছিল। পুরো ঝড়টি সমুদ্র থেকে স্থলে পৌঁছায় সকাল ১০টা নাগাদ। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর ১২টা পর্যন্ত ওড়িশায় তান্ডব চালাবে ফণী। তারপর পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে ঝড়টি।
সেখান থেকে সন্ধ্যায় বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে প্রলয়ঙ্কারী এ ঝড়।

ফণীর প্রবল আক্রোশের মধ্যে পড়েছে ওড়িশার ১০ হাজারেরও অধিক গ্রাম ও ৫২টি শহর। এরইমধ্যে স¤পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরী-গোপালপুরসহ রাজ্যের বেশিরভাগ এলাকা। এ এলাকা থেকে প্রায় ১১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিল ওড়িশা সরকার। ভারত সরকার ফণীর কারণে যে কোনো তথ্য বা সাহায্যের জন্য বিশেষ একটি হেল্পলাইন চালু করেছে। এখনো তীব্র ঝড় চলতে থাকায় ওড়িশায় ফণীর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *