সিআইডি প্রধানের বদলী

Slider ঢাকা

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন মিয়াকে বদলি করা হয়েছে।

গত ৩০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিআইডি প্রধানকে বদলি করে ঢাকা পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ প্রজ্ঞাপন জনস্বার্থে অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ৪ মে শেখ হিমায়েত হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা রয়েছে।

২০১৫ সালের ১৫ জানুয়ারি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেনকে সিআইডির প্রধান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *