একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সস্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিএনপি।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
সম্মাননা প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, খুরশীদ আলম (সেজু মিয়া), জিয়াউল হক বাবু, মতিউর রহমান মতি, মো. শাহজাহান, আবু ইউসূফ হাওলাদার, আবদুল আজিজ মিয়া, মো. রমজান, আবুল কালাম ও মোহন মিয়া।
পরে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগদান করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নেমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) ইব্রাহিম, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, মুক্তিযোদ্ধা সাদেক খান প্রমুখ।
এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঝালকাঠি থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, ঢাকা থেকে আব্দুর রজ্জাক, নারায়ণগঞ্জ থেকে নূর হোসেন, ফরিদপুর থেকে শাহজাদা মিয়া, কুষ্টিয়া থেকে বাবুল আহমেদ, মাদারিপুর থেকে জাহাঙ্গীর হোসেন, বগুড়া থেকে আব্দুল কাদের, রংপুর থেকে মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম থেকে কামাল উদ্দীন, টাঙ্গাইল থেকে শরিফুল ইসলাম শাজাহান, গাজীপুর থেকে আলী আকবর, রাজশাহী থেকে নূর হামিদ রিজভী বীর প্রতীক, মুঞ্চিগঞ্জ থেকে মীর মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগর থেকে শাহবুদ্দিন আহমেদ, দিনাজপুর থেকে সৈয়দ শাহাদাৎ হোসেন মানিক, শরিয়তপুর থেকে শহীদ পারভেজ, শেরপুর থেকে ফরিদুর রহমান ফরিদ এবং ঢাকা থেকে চৌধুরী আবু তালেব।