ঢাকা: ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেতও দেয়া হয়েছে। এদিকে ফণীর মোকবিলায় সারাদেশে সব নৌচলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিএ’র থেকে এমন ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে সংস্থাটির সব কর্মকর্তা কর্মচারীর ছুটিও বাতি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড় ফণী আগামী শনিবারের আগেই বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের ১৯ জেলায় এর মধ্যে নানা প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ঘূর্ণিঝড় ফণীর কারণে সাগর উত্তাল থাকায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের জরুরি বার্তায় নতুন করে এই সংকেত দেখানোর কথা বলা হয়।
এই দুই বন্দরে আগে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছিল। আজ চট্টগ্রাম সমুদ্রবন্দরে আগের ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।