হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ স্বাস্থ্য সম্মত ও বিষমুক্ত মাছ বাজারজাতকরণে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার সকল বাজারে বিক্রিযোগ্য মাছকে ফরমালিনমুক্ত ঘোষনা উদ্যেশে মঙ্গলবার বিকালে কাকিনাহাটে ফরমালিনমুক্ত মাছ বাজারের আনুষ্ঠানিক ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান।
পরে কাকিনাহাট মোস্তাফিয়া ফাজিল মাদরাসা মাঠে কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়েদুল মোফাচ্ছালীন।
এসময় খুচরা মৎস্য ব্যবসায়ী, আড়তদার,বাজার ইজারাদারসহ সূধীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় ফরমালিনের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।
মৎস্য ব্যবসায়ী, আড়তদার,বাজার ইজারাদার ফরমালিনযুক্ত মাছ বিক্রী ও সরবরাহ বন্ধের ষোষনা দেন।