নাড়ির মানুষগুলো কষ্ট দিয়ে
কষ্ট পায় তারা,
মনের মানুষ ভাবি যাদের
কষ্ট দিয়ে উল্লাস করে তারা।
যার জন্য ছাড়ি ঘর
ছুড়ে ফেলে পথে-ঘাটে
স্বার্থ হাসিল হলে তারা।
সেই ঘরের মানুষই
আবার বুকে নেয় তুলে ।
রক্তের মানুষের যাতনা
সইতে পারে না তারা।
ঘর না অঘর আপন
মন তা বুঝে না;
বাহ্যিক আচরণ দেখে
পর ভেবে যাই তাদের ।
কত আদর-ভালোবাসা মন জুড়ে
কভু দেখি না মনের চোখ দিয়ে।
তাদের কষ্ট দিয়ে
যারাই পথ পাড়ি দেয়,
তাদের পথে শুধু কাঁটা ভরা।
একবারের ভুলে
হোঁচট খেতে হয় বারেবারে ।
কষ্ট আর বিপদের
কোনো সীমা থাকে না,
এ মন আপনকে পর ভেবে না !
লেখক
সাংবাদিক ও কবি