উপজেলাগুলোতে লাইব্রেরি স্থাপনে সরকার কাজ করে চলেছে : সংস্কৃতিমন্ত্রী

জাতীয়

asadসংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, শুধু জেলা পর্যায়েই নয়, উপজেলাগুলোতেও লাইব্রেরি স্থাপনে সরকার কাজ করে চলেছে।
তিনি বলেন, সব লাইব্রেরিকে ডিজিটালাইজড করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

আজ দিনব্যাপী ‘ইউএন লাইব্রেরি নেটওয়ার্ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গণগ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর ও ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার (ইউএনআইসি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব রনজিৎ কুমার বিশ্বাস ও ইউএনডিপি-বাংলাদেশ পরিচালক নিক বেরেসফোর্ড (ঘরপশ ইবৎবংভড়ৎফ)। সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো: হাফিজুর রহমান।

সংস্কৃতি মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের পাশাপাশি ইতোমধ্যে দু’টি উপজেলায়ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আরো ৬৬টি উপজেলায় লাইব্রেরি স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এ কর্মশালার মাধ্যমে ইউএনডিপি নেটওয়ার্ক সিস্টেমের আওতায় বাংলাদেশের লাইব্রেরিগুলোও তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় সরকারী, বেসরকারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার ৪০ জন লাইব্রেরিয়ার ও তথ্য কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *