বলেছিলে, আমি ভালোবাসলেই তুমি আমাকে ভালোবাসবে।আমি না বাসলে আমাকেও
ভালোবাসবে না তুমি।
আমি তোমার মতো অতটা বৈষয়িক এখনো
হয়ে উঠতে পারিনি।
তুমি ভালো না বাসলেও আমি তোমাকে আমৃত্যু ভালোবেসে যাবো পাল্টা প্রতিদানকে উপেক্ষা করে।ভালোবাসা কি?
তুমি সেটা আজও অনুধাবন করতে পারোনি।
যেমন পারোনি আমাকে।
ভালোবাসায় কখনও দেনা পাওনার হিসেব থাকে না।থাকে না কোনো মিথ্যা প্রলোভন।
আমার ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে ভালোবাসবে?
এমন ভালোবাসা সত্যিই আমি চাই না।
বিনিময় যদি করতেই চাও
এক আজঁলা ঘৃণা দিও নতুবা কিছু অবহেলা।
সেটাকেই আমি তোমার ভালোবাসা মনে করে
যত্ন করে তুলে রাখবো হৃদয় গহিনে।
খুঁজবে না জেনেও আমি ইচ্ছে করেই হারিয়ে গেলাম। ভেবেছিলাম হয়তো নি:সঙ্গ দুপুরে,কোনো এক মধ্য রাতে কিংবা নির্জন বিকেলে আমীহীনতায় শূন্যতায় ভরে যাবে তোমার বৈষয়িক মন।বিষণ্ণতায় ছেঁয়ে যাবে তোমার পৃথিবী।হন্যে হয়ে খুঁজবে আমায়।
আমি ভীষণ অপেক্ষায় ছিলাম।
আমার বিশ্বাস ছিল তুমি ঠিক
আমাকে খুঁজে নিবে। হেরে গেলাম আমি।
আমার বিশ্বাসের ভিতটা একটু নড়েচড়ে উঠলো।
অতঃপর বুঝলাম তুমি সত্যিই বড্ড বেশি বৈষয়িক।হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে নিতেও তীব্র অনীহা।আর তাই আমিও বেছে নিলাম স্বেচ্ছা নির্বাসন।