রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে আদিব গ্রুপের ওয়েলটেক্স কারখানার ডাইং সেকশনের গরম পানিতে ঝলসে যাওয়া এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর স্বজনরা। এর আগে রোববার রাতে ওই কারখানার ডাইংয়ের গরম পানিতে ইসরাফিলের সাথে হামিদুল নামে আরেক শ্রমিক দগ্ধ হয়। তাঁর অবস্থা এখন শঙ্কটাপূর্ণ।
নিহত শ্রমিক মো.ইসরাফিল মানিকগঞ্জের কাটিগ্রাম উপজেলার ইমাম নগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ওয়েলটেক্স কারখানায় ডাইং সেকশনের অপারেটর পদে চাকুরী করত।
ইসরাফিলের স্বজন মো.বিল্লাল হোসেন জানান, গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে কর্মত্যবরত চিকিৎসক জানায় ইসরাফিলের ৮০ শতাংশ পুড়ে গেছে। এরপর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। তবে কারখানা থেকে প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় তাকে আর বাঁচানো গেল না।
কারখানার ডাইং সেকশনের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান,
ডাইং মেশিনের ঢাকনা খোলার সময় উত্তপ্ত গরম পানি ওই দুই শ্রমিকের শরীরে এসে পড়ে । এতে দুজনরে শরীররে কিছু অংশ ঝলসে যায়। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে র্ভতি করা হয়েছিল। এরপর জানতে পারি সোমবার ভোরে ইসরাফিলের মৃত্যু হয়েছে।