ঢাকা: চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত এক কোচিং সেন্টারের মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই কোচিং সেন্টার মালিকের নাম সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি এক স্কুলছাত্রীকে তার বাসায় গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছিলেন। পরে এ ঘটনায় একটি মামলা হলে কোচিং সেন্টার বন্ধ করে পালিয়ে যান।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো. মাশকুর রহমান দাবি করেন, ধর্ষক সাইফুলকে গ্রেপ্তারের জন্য গেলে তার সঙ্গে র্যাবের টহল দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের গুলিবিদ্ধ লাশ এবং ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ জানায়, চট্টগ্রামের আমিরাবাদের একটি কোচিং সেন্টারে ওই ছাত্রী পড়াশোনা করতেন। গত ১২ই এপ্রিল বাবা-মায়ের অনুপস্থিতিতে সেই ছাত্রীর বাসায় গিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করেন কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক।
পরে ছাত্রীর মা ওই শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরে কোচিং সেন্টারটি বন্ধ করে দিয়ে অভিযুক্ত ওই শিক্ষক পালিয়ে যান বলে পুলিশ জানায়।