ঢাকা: বসিলার মেট্রো হাউজিংয়ের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় কেউ জীবিত নেই বলে জানিয়েছেন র্যাব। র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান, আস্তানায় অন্তত: একজন মারা গেছে। পুরো জায়গা সুইপিং শেষ হয়নি। সুইপিং শেষ হলে বিস্তারিত জানানো হবে। আজ সকাল ৯টার দিকে র্যাব বাড়িতে প্রবেশ করে। এখন উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা।
এর আগে রোববার রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। বাড়ির ভেতর থেকে গুলি ও দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব।
আজ সকালে মুফতি বলেন, বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। চার কক্ষ বিশিষ্ট একটি একতলা টিনশেড ভবন।