তোমার চোখে দেখেছি
তোমার হাসিতে খুঁজেছি;
বলেনি আমার কথা।
সঙ্গ পেতে পাইনি আসন
কি করে বুঝাবো ?
এ মনে শুধুই তুমি !
ঘোর অন্ধকারে খুঁজেছি
চলে যাওয়া তোমার আলো
পূর্ণিমার মাঝেও
ভরা অন্ধকার আমার মন।
যেই মনে ছিলে তুমি
ছিলে যেই চোখের মনিতে
আজও বন্ধু রয়েছো সেথায়।
কিছুই বলবো না
শুনবো না কিছুই,
জেনে গেছি বন্ধু
তোমার নেই কোনো মন।
মনহীন মানুষ
প্রেম-ভালোবাসা বুঝে না,
সে তো থাকে
নিজের চিন্তায় মগ্ন
অন্যের কথা ভুলেও ভাবে না !
আহাম্মদ আলী
সাংবাদিক ও কবি।