প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকায়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ২০১৬ সালের মধ্যে নৌবাহিনীতে দুটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সাবমেরিন সংযোজন করা হবে।
তিনি বলেন, ‘একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের জন্য অত্যাধুনিক দুটি ‘করভেট’ গণচীনে নির্মাণাধীন রয়েছে। আগামী বছর তা বাংলাদেশের নৌবহরে যুক্ত হবে।’
প্রধানমন্ত্রী রোববার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এসে এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামে এসে পৌঁছান। নৌবাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি নতুন কমিশনপ্রাপ্ত ৬০ জন মিডশিপম্যান এবং ১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে ব্যাজ পরিয়ে দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী সেরা নৌ ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।