গাজীপুর অফিস: গাজীপুর জেলা প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ এপ্রিল শনিবার সকাল ১১ টায় গাজীপুর জেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো: আমজাদ হোসেন মুকুল এর সভাপত্বিতে ও সাধারন সম্পাদক এ, কে, এম রিপন আনসারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান(দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি বিএম শফিকুল ইসলাম টিটু( এশিয়ান টিভি), সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার( দৈনিক দিন প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক-১ জাহিদুর রহমান বকুল(দৈনিক নতুন ভোর/ সচিত্র ঘটনা), সহ-সাধারণ সম্পাদক-২, আকরাম হোসেন( মেজিক টিভি), সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চন(দৈনিক নবরাজ), সহ-সাংগঠনিক সম্পাদক-১ মোঃ মুছাখান রানা( দৈনিক গণকন্ঠ),সহ-সাংগঠনিক সম্পাদক-২ আক্তার হোসেন(জয়যাত্রা টেলিভিশন), অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া( জি-নিউজ), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান(দৈনিক খোলা কাগজ),সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন মানিক( দৈনিক সংবাদ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ মন্ডল(দৈনিক তৃতীয় মাত্রা), সহ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম( দৈনিক বাংলাভূমি), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান( গাজীপুর.নিউজ), আইন বিষয়ক সম্পাদক আলমগীর কবির(দৈনিক মুক্তমত), ধর্ম বিষয়ক সম্পাদক কফিল মাহমুদ( দৈনিক গণমানুষের আওয়াজ), গবেষনা সম্পাদক আহাম্মদ আলী( ৭১ টিভি/ সমকাল), পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন( সিএনএন বাংলা টেলিভিশন), মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর ( গ্রামবাংলা নিউজটোয়েন্টিফোর ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুহিন সারোয়ার( কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান), গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাফছা আহমেদ মিতু( আনন্দ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলী আজগর খান পিরু(গ্রামবাংলানিউজ), সহ-ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন দিপু(জি-নিউজ), সমন্বয় বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য( দৈনিক এশিয়াবানী)।নির্বাহী সদস্যরা হলেন, মোঃ শহজাহান মন্ডল( দৈনিক অগ্নিশিখা), শাহান সাহাবুদ্দিন( ঢাকা টাইমস), মো: দেলোয়ার হোসেন( এস টিভি/দৈনিক আমার সংবাদ), আঃ হামিদ( দৈনিক একুশেবানী), এ বি সিদ্দিক( দৈনিক ঢাকার ডাক), মোঃ শাহিনুল ইসলাম( দৈনিক তথ্যধারা), মোঃ মোস্তফা কামাল( সিএনএনবাংলাডটকম), সাইদুল ইসলাম রনি(দৈনিক আজকালের খবর/চ্যানেল ২৬), মোঃ মাহবুবুর রহমান খান( সচিত্র ঘটনা)