ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃকতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আন্দোলরত শিক্ষার্থীরা জানান, তারা ভিসির সঙ্গে দেখা করার জন্য রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছিলেন। এসময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আটক করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো রকম বিশৃঙ্খলা করতে দেব না। আর এরা সব বহিরাগত শিক্ষার্থী ছিল।”
আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।