প্রেমের রণাঙ্গনে……..আহাম্মদ আলী

Slider সাহিত্য ও সাংস্কৃতি

মনের সংযোগ
পায় না মন
বন্ধু তুমি কত দূর ?
মন না পেলে
মনের দেখা
মন তো বলে না কোনো কথা।
দূরে থেকে প্রেমের দাবি
মন তো মানে না।
বন্ধু, মনের দাবি
দূরে থাকতে মন পারবে না !
প্রেমের রণাঙ্গনে
শক্তি ছাড়া দুই মনের
জিততে কেউ পারে না ।
প্রেমের তরীতে
নামিয়ে মনকে
দূরে কেন থাকো ?
বন্ধু তুমি প্রেমের স্থলে
আমায় রাখলে প্রেমের তরঙ্গে
বন্ধু তোমার প্রেমের নীতি
পেলাম না কোনো সংবিধানে !

লেখক:
সাংবাদিক ও কবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *