কতোটা পথ হেঁটেছি আমি
কতোটা কষ্ট আমি বুনেছি
আমার নিয়তির খেত খামারে ।
কেউ নেই তো ছন্নছাড়া জীবনে
ভালোলাগা স্বপ্নগুলো হুইলচেয়ারে
বসা পঙ্গুত্ব আকাঙক্ষার উদ্ভাসিত
আলোয় হৃদয়ের খুব ছোট পাওয়া ইট পাথরে গাথা
প্রেমের ঘরটি ভেঙ্গে ছিটিয়ে দিয়েছি জল শূন্য মরু উদ্যানে।
কতোটা পথ হেঁটেছি আমি নিরস মনের ক্ষণে
ক্ষত বিক্ষত হয়েছে চরণও তলে ।
বহু দূর ঘুরে আমাতে আমি ভাসি দগ্ধ মনে
উদগী ব্যথা গহীনে জ্বলে ধিকিধিকি অনলে ।
আর কত পথ আছে জীবন তোমারই পথে ?
১১/৪/১৯
°°°°°°°°°°°°°