ঢাকা: শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মৃতদেহ আসবে আগামীকাল। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এছাড়া শেখ সেলিমের জামাতা মশিউর হক চৌধুরী বেঁচে আছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসা থেকে বের হয়ে এসে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, শেখ সেলিমের নাতি জায়ান মারা গেছে কিন্তু জামাতা এখনো নিরাপদ আছেন। তবে তার দুটি পা ড্যামেজ হয়ে গেছে।
বর্তমানে জায়ানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে এবং আগামীকালকের (মঙ্গলবার) মধ্যে জায়ানের লাশ দেশে এসে যাবে বলে জানান শিল্পমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম। বোমা হামলায় আহত শেখ সেলিমের জামাতার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীলঙ্কায় গতকাল রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে।