ঢাকা: শ্রীলঙ্কায় আরো সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিভাইজ করা ভ্রমণ সতর্কতায় এ কথা বলা হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়েছে, রোববারের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৯০ জন নিহত ও প্রায় ৫০০ মানুষ আহত হওয়ার পরও ‘সন্ত্রাসী গ্রুপগুলো’ আরো সম্ভাব্য হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার আপডেট করা ভ্রমণ বিষয়ক পরামর্শে বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য অথবা কোনো ‘ওয়ার্নিং’ না দিয়েই হামলা চালাতে পারে। তারা টার্গেট করতে পারে পর্যটনের স্থানগুলো, পরিবহনের প্রাণকেন্দ্রগুলো, শপিং মল, হোটেল, উপাসনালয়ে, বিমানবন্দর ও অন্যান্য সরকারি এলাকায়।