রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ১৫৬

Slider জাতীয় সারাবিশ্ব


ঢাকা:শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার পুলিশ বলছে, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

রবিবার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন। আর এর মাঝেই পৃথক জায়গায় এ হামলা চালানো হয়েছে।

হামলার পর কলম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

সূত্র : এএফপি, এনডিটিভি, ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *