রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দোকান। আগুনের লেলিহান শিখা থেকে থেকে রক্ষা পায়নি দোকানে থাকা গরু, ছাগল ও মুরগির অবলা প্রাণিগুলোও।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূতপাত্র হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু তার আগেই বাজারের অধিকাংশ দোকান পুড়ে যায়। মাছ ও সবজি, ডিমের প্রত্যেকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়েছে দুটি গরু, ২০-২৫টির মতো ছাগল ও কয়েকশ’ হাঁস-মুরগী।
সকালে খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।