পণ্যপরিবহনসহ দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতি একদিন পর প্রত্যাহার হওয়ায় চট্টগ্রামে জাহাজ থেকে পণ্য খালাস ও পরিবহনের ধুম পড়েছে। কর্ণফুলী নদীর দুই পাড়ে শুরু হয়েছে কোলাহল মুখর পরিবেশ। বুধবার সকাল থেকে কাজ শুরু করেন লাইটারেজ জাহাজের শ্রমিকরা।
নগরীর সদরঘাট, মাঝিরঘাট, আসাম বেঙ্গল ঘাট, বাংলাবাজার ঘাটসহ সব ঘাটেই সার, ডাল, ছোলাসহ বিভিন্ন ধরনের পণ্য লাইটারেজ জাহাজে উঠানামা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত ২টায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ায় আজ সকাল থেকে লাইটার শ্রমিকরা কাজে যোগ দেন। এতে নৌ-পরিবহনে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে বলে জানান বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রামে যুগ্ম সম্পাদক খোরশেদুল আলম।