পাবনার আমিনপুর থানার বাগলপুর গ্রামের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জহরুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা ঢাকার শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বুধবার সন্ধ্যায় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, ১৪ এপ্রিল স্কুলছাত্রী শাপলা খাতুন পাবনার বেড়া উপজেলার দীঘলকান্দি থেকে কাশিনাথপুর যাবার জন্য সিএনজি চালিত অটোরিক্সায় ওঠেন। সিএনজি চালক আল আমিন ও তার বন্ধু জহুরুল ইসলাম শাপলাকে কাশিনাথপুর না নিয়ে পাবনার সাথিয়া থানাধীন একটি বাবলা বাগানে নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন শাপলাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।
এ ঘটনায় শাপলার মা বাদী হয়ে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ৭/৯(৩)/৩০ মামলা দায়ের করেন। মামালার পরই পুলিশের পাশাপাশি র্যাব-১২ আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র্যাব-১২ সদস্যরা ঢাকার শান্তিবাগ, শাহজাহানপুরে অবস্থিত মামলার প্রধান আসামি জহুরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।