লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে পারেন বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এমন জল্পনা উসকে দিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র।
মঙ্গলবার রবার্ট ভদ্র বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের। তবে বারাণসী থেকে ভোটে লড়তে প্রস্তুত প্রিয়াঙ্কা।
সে কঠোর পরিশ্রম করবে। মানুষ পরিবর্তন চায় এবং তারা এটি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কার মধ্যে দেখছে।
প্রিয়াঙ্কার নিজের বক্তব্যের জন্যই এমন জল্পনা শুরু হয়।
রায় বেরেলিতে দলের কর্মীসভায় তাকে প্রার্থী করা নিয়ে তর্ক করছিলেন এক কর্মী। সেখানে হাজির প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘বারানসী থেকে লড়লে কেমন হয়?’ তবে আনুষ্ঠানিকভাবে এখনও প্রিয়াঙ্কা বা কংগ্রেসের তরফে এ প্রসঙ্গে কিছু জানানো হয়নি।
দেশের সব চেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের পূর্বভাগের দলীয় সংগঠন মজবুত করার দায়িত্বে আছেন প্রিয়াঙ্কা। তিনি দলের হাল ধরায় উজ্জীবিত কংগ্রেস কর্মী, সমর্থকরা। তাদের দাবি মোদীর বারাণসী থেকে প্রার্থী করা হোক প্রিয়াঙ্কা গান্ধীকে৷ প্রিয়াঙ্কা ক্যারিশমা ঘিরে আশঙ্কার দোলাচলে বিজেপিও।