১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিস্টকালের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। গত মঙ্গলবার রাতে সরকারের শ্রম প্রতিমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।
কর্মবিরতি প্রত্যাহারের ফলে আজ বুধবার সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন এবং স্থানীয় নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। এছাড়া পণ্য ও জ্বালানীবাহিসহ সব রনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক মো. জামাল হোসেন জানান, কেন্দ্রিয় নেতারা মঙ্গলবার রাত ২টায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আজ থেকে সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ১১ দফা দাবিতে বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে সব ধরনের নৌযানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে নৌযান শ্রমিক ফেডারেশন।