যশোরে ট্রেনে কাটা পড়ে সেলিম হোসেন নামে পুলিশের একজন ইন্সপেক্টরের (৫৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে যশোর শহরতলীর মুড়লি রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সেলিম হোসেন যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার কমলাপুর গ্রামের মৃত মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে।
যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ইন্সপেক্টর সেলিম হোসেন ব্যক্তিগত কাজে মুড়লি রেলক্রসিং এলাকায় যান। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যশোর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, এটা দুর্ঘটনাজনিত মৃত্যু। ইন্সপেক্টর সেলিম হোসেন চিকিৎসাজনিত ছুটি শেষে আজই কর্মস্থলে যোগ দিয়েছিলেন।